দেশ এক্সপ্রেস

চেতনা আবেগের বিষয় চেতনা হৃদয়ে ধারণ করতে হবে: চসিক মেয়র

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : রবিবার, ২০২৩ সেপ্টেম্বর ১০, ০৭:২৬ অপরাহ্ন
#

লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর আলোকে পরিচালিত ভালো মানুষ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, ২০১৮ সালের ১লা জানুয়ারি তাঁর গৌরবময় যাত্রা শুরু করে। লিডার্স শিক্ষা মডেলের তিনটি মূল উপাদান জ্ঞান,দক্ষতা,নৈতিকতাকে সামনে রেখে তার লক্ষ্য অর্জনের ক্লান্তিহীন এই অবিরাম প্রচেষ্টাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ২০২২ সাল থেকে শুরু হয় লিডার্স তারুণ্য উৎসব। তারই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ও ৯ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় "লিডার্স তারুণ্য উৎসব-২০২৩ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম বাংলা ভার্সন ৭ম শ্রেণীর শিক্ষার্থী হারিশা হাবিব ও ইংরেজি ভার্সন ৭ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসিমা করিমের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। 

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা,শৃঙ্খলাবোধ ও দক্ষ হতে হবে। নৈতিক চরিত্রবান হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। চেতনাকে ধারণ করতে হবে। ইতিহাস লিখা যায়, বলা যায় কিন্ত চেতনা লিখা যায় না, বলা যায় না এটি আবেগের বিষয় হৃদয়ে ধারণ করতে হয়। এমনো হতে পারে আগামীর প্রধানমন্ত্রী এখানেই বসে আছে। তিনি লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের শিক্ষা মডেল ২০১৮ এর ভূয়সী প্রশংসা করে বলেন "এই শিক্ষা মডেল সমগ্র জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।"

এর আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা স্বাগত বক্তব্যে লিডার্স শিক্ষা মডেল ২০১৮ ও অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ নং জালালাবাদ ওয়ার্ড কমিশনার শাহেদ ইকবাল বাবু, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের ভাইস প্রিন্সিপাল ফেরদৌস আরা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, ৮ ও ৯ সেপ্টেম্বর এবারের উৎসবে দেশের ৫৮ টি স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রায় ১১'শ শিক্ষার্থী  প্রতিযোগিতায় ক খ গ ৩টি বিভাগ ও চিত্রাংকণে ১টি অতিরিক্ত বিশেষ শিশু বিভাগে রচনা, কুইজ,চিত্রাংকন,আবৃত্তি,উপস্থিত বক্তৃতা,প্রোগ্রামিং,কোরআন তেলাওয়াত,বিজ্ঞান অলিম্পিয়াড,দাবা,ক্যারাম, টেবিল টেনিস, আইডিয়া জেনারেশনসহ মোট ১২টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এতে মোট ৯৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video